Sonar Kishan Lyrics & Tabs by Leela
Sonar Kishan
guitar chords lyrics
শিরোনামঃ সোনার কিষান
কন্ঠঃ অরুপ রাহী
কথাঃ অরুপ রাহী
গানের দলঃ লীলা
অ্যালবামঃ নায়ক
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো,
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও
কোন রোদে পুড়ে পুড়ে ধানের জীবন পেতে চাও মাগো,
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো,
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও
কত জল চোখে থাকে, সব জল মেঘ হয়ে
উড়ে যাবে সোনাডাঙা ছুঁয়ে মাগো
কত জল চোখে থাকে, সব জল মেঘ হয়ে
উড়ে যাবে সোনাডাঙা ছুঁয়ে
আমি সেই সোনার কিষান,
কত জল চোখে থাকে, সব জল মেঘ হয়ে
উড়ে যাবে সোনাডাঙা ছুঁয়ে
আমি সেই সোনার কিষান,
মাগো, আমি সেই সোনার কৃষাণ;
সোনাডাঙা ধানক্ষেতে বৈরি পিতার সাথে
নিরব দ্বৈরথে বুনি কালো ধান।(২)
মাটিতে ঢেলেছি আমি যত আক্রোশ মাগো,
মাটিতে ঢেলেছি আমি যত আক্রোশ, তাই
মাটির জবানে একই পুরুষ
তুমি তবু মেঘ হয়ে আসো
মাগো, সোনাডাঙা ধানক্ষেতে ভাসো
তুমি তবু মেঘ হয়ে আসো
মাগো, সোনাডাঙা ধানক্ষেতে ভাসো
ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো,
ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো,
ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো,
ধান পেকে ঝড়ে পড়ে তার ঝংকারে
ওই রোদের উঠানে জোর তাড়ানা ছড়াও, মাগো
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো,
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও
তুমি তবু মেঘ হয়ে আসো
মাগো, সোনাডাঙা ধানক্ষেতে ভাসো
তুমি তবু মেঘ হয়ে আসো
মাগো, সোনাডাঙা ধানক্ষেতে ভাসো
ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো,
ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো,
ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো,
ধান পেকে ঝড়ে পড়ে তার ঝংকারে
ওই রোদের উঠানে জোর তাড়ানা ছড়াও, মাগো
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো,
উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও………
EDITED BY LALON