Khepa Tui Lyrics & Tabs by Mahmuduzzaman Babu
Khepa Tui
guitar chords lyrics
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর?
মনের মানুষ থাকলো যখন
রঙ-রসের ভেতর, রঙ ধুয়ে দেখনা খুঁজে
কে আপন, কে পর, ক্ষেপা তুই;
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর।।
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর?
সন্ধানী মন বেড়ায় খুঁজে।।
কোথায় মন রতন;
মুখোশ পরে করে অভিনয়
আপন মানুষ জন।
মানব প্রেমে করলে হেলা।।
পরগাছা নেয় সে অন্তর।
রঙ ধুয়ে দেখ না খুঁজে,
কে আপন, কে পর।
ক্ষেপা তুই, ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর?
রঙ ধুয়ে দেখ না খুঁজে,
কে আপন, কে পর।
ক্ষেপা তুই, ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর?
মনের মানুষ থাকলো যখন
রঙ-রসের ভেতর,
রঙ ধুয়ে দেখনা খুঁজে,
কে আপন, কে পর, ক্ষেপা তুই
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর।
স্বপ্নালোকের চাবি হাতে।।
ঘুরলি পথে পথে...
অমাবস্যায় ঢাকলি দু'চোখ
জ্যোছনা ভরা রাতে।
মনমাঝি বৈঠা হাতে।।
তালাশ করে কোন বন্দর
রঙ ধুয়ে দেখ না খুঁজে,
কে আপন, কে পর।
ক্ষেপা তুই, ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর?
মনের মানুষ থাকলো যখন
রঙ-রসের ভেতর,
রঙ ধুয়ে দেখনা খুঁজে,
কে আপন, কে পর, ক্ষেপা তুই
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর।
রঙের খেলা দেখে, দেখে।।
নাচে মহাকাল,
সর্বনাশি রাত পোহালে,
আসে যে সকাল।
রঙের খেলা খেলিসনে আর।।
সাধের মানব জীবনভর;
রঙ ধুয়ে না খুঁজে, কে আপন কে পর।
ক্ষেপা তুই, ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর?
মনের মানুষ থাকলো যখন
রঙ-রসের ভেতর,
রঙ ধুয়ে দেখনা খুঁজে,
কে আপন, কে পর, ক্ষেপা তুই।
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর।
মনের মানুষ থাকলো যখন
রঙ-রসের ভেতর,
রঙ ধুয়ে দেখনা খুঁজে,
কে আপন, কে পর, ক্ষেপা তুই।
ক্ষেপা তুই বাঁধবি কোথা ঘর।