Chokh Gelo Lyrics & Tabs by Mahmuduzzaman Babu
Chokh Gelo
guitar chords lyrics
চোখ গেলো, বলে ডাকে চোখগেলো পাখি
আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি।
হাত বাড়ালেই এখন শূন্যতা দেখি
রোদ চশমায় ভীরু লজ্জা ঢাকি।।
হে হে লুটপাট হয়ে গেলে সোনা রোদ্দুর
পথ থেকে পা সরে যায় বহুদূর
হে হে লুটপাট হয়ে গেলে যৌথ খামার
ব্যক্তি জীবনে বাড়ে শখের বাহার।
চোখ গেলো, বলে ডাকে চোখগেলো পাখি
আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি।
চোখ ছিল প্রতিদিন রোদেলা সকাল
ছিল ভালোবাসা-বাসি বসন্ত কাল
চারপাশে সারাক্ষণ মুখশের মুখ
চোখ ছিল দৃষ্টির তীক্ষ্ণ চাবুক!
হে হে ফিরে গেছে শুভদিন, শুভ সংবাদ
চারপাশে সারাক্ষণ মুখশের মুখ
চোখ ছিল দৃষ্টির তীক্ষ্ণ চাবুক!
হে হে ফিরে গেছে শুভদিন, শুভ সংবাদ
চোখ নেই আছে তাই, গাঢ় কালো রাত।।
চোখ গেলো, বলে ডাকে চোখগেলো পাখি
আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি।
চোখ ছিল বিদ্রোহী অগ্নি বলাকা
ছিল আকাশের বুকে শুভ্র পতাকা
রাজপথে পুড়ে যাওয়া তীব্র স্লোগান
চোখ ভরা ছিল দিন বদলানো গান।
হে হে দাহকাল বলে যায় কালের খবর
বিষমাখা তীর থাকে বিষের ভেতর।।
চোখ গেলো, বলে ডাকে চোখগেলো পাখি
আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি।
চোখ গেলো, বলে ডাকে চোখগেলো পাখি
আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি।
হাত বাড়ালেই এখন শূন্যতা দেখি
রোদ চশমায় ভীরু লজ্জা ঢাকি।।
হে হে লুটপাট হয়ে গেলে সোনা রোদ্দুর
পথ থেকে পা সরে যায় বহুদূর
হে হে লুটপাট হয়ে গেলে যৌথ খামার
ব্যক্তিজীবনে বাড়ে শখেরই বাহার।
চোখ গেলো, বলে ডাকে চোখগেলো পাখি
আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি।