Jail khanar chithi Lyrics & Tabs by Shohortoli
Jail khanar chithi
guitar chords lyrics
শিরোনামঃ জেলখানার চিঠি (খোলা চিঠি-২)
ব্যান্ডঃ শহরতলী
গীতিকবিতাঃ তপন
সুরঃ মিশু
কন্ঠঃ মিশু
ধারনাঃ গালিব
আবৃতিঃ গালিব
মূল কবিতাঃ জেলখানার চিঠি (নাজিম হিকমাত)
অ্যালবামঃ বরাবর শহরতলী
কত দু: খ কত কষ্ট মিলে আছে নিরবতা
স্বাধীনতা
অথবা সেই চোখে ছিলো মুক্তির গান,
আজন্ম আশ্বাসের ধারা,
প্লাবিত ভালোবাসায় পাগলপারা;
"চরমপত্রের" টান-টান উত্তেজনার বান।
আজন্ম আশ্বাসের ধারা,
প্লাবিত ভালোবাসায় পাগলপারা;
"চরমপত্রের" টান-টান উত্তেজনার বান।
… চোখে চোখ রেখে যুদ্ধে যাবো,
সেই বাঁধনের মতো খাঁমচে ধরবো;
অধিকার….
একাত্ম হও, তোমাতেই ফিরবো;
একাত্ম হও, তোমাতেই ফিরবো।
প্রিয়তমা আমার
তেমার শেষ চিঠিতে
তুমি লিখেছ;
মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে
দিশেহারা আমার হৃদয়।
তুমি লিখেছ;
যদি ওরা তোমাকে ফাঁসী দেয়
তোমাকে যদি হারাই
আমি বাঁচব না।
তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার
আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে
তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী,
বিংশ শতাব্দীতে
মানুষের শোকের আয়ূ
বড় জোর এক বছর।
মৃত্যু……
দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
আমার কাম্য নয় সেই মৃত্যু।
কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো
জল্লাদের লোমশ হাত
যদি আমার গলায়
ফাঁসির দড়ি পড়ায়
নাজিমের নীল চোখে
ওরা বৃথাই খুঁজে ফিরবে
ভয়।
অন্তিম ঊষার অস্ফুট আলোয়
আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব
আমার সঙ্গে কবরে যাবে
শুধু আমার
এক অসমাপ্ত গানের বেদনা।
বধু আমার
তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি
চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।
কেন যে তোমাকে আমি লিখতে গেলাম
ওরা আমাকে ফাঁসি দিতে চায়
বিচার সবে মাত্র শুরু হয়েছে
আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়
ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ।
ভুলে যেও না
স্বামী যার জেলখানায়
তার মনে যেন সব সময় ফুর্তি থাকে
বাতাস আসে, বাতাস যায়
চেরির একই ডাল একই ঝড়ে
দুবার দোলে না।
গাছে গাছে পাখির কাকলি
পাখাগুলো উড়তে চায়।
জানলা বন্ধ
টান মেরে খুলতে হবে।
আমি তোমাকে চাই; তোমা