Grohon Lyrics & Tabs by Miftah Zaman

Grohon

guitar chords lyrics

Miftah Zaman

Album : Adorer ShuktaraPlayStop

নিভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠবে
না ফোটা সেই গোলাপ কলি নতুন করে ফুটবে
আগামি ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে

অরুণ আলোর তরুণ আভায় আমার পরশ লাগবে
অর্ধপথে থেমে ছিলে পিছু ফিরে চাওনি
অপেক্ষাতে দাড়িয়ে ছিলাম দেখতে আমায় পাওনি
থমকে ছিল হিমেল হাওয়া পথের বনফুল
হৃদয় ছিল রক্তগঙ্গা তোমাতে ব্যাকুল
সকল ভুলে আবার হয়তো হাতে দু'হাত রাখবে
শেষ বেলাতে ডাকবে হয়তো নিথর রবো আমি
শাদা কাপড় জড়ানো আমায় দেখতে চাইবে তুমি
দর্শনার্থী হবে তুমি হাজার লোকের ভিড়ে
দেহ তরী ডুববে যখন জীবন নদীর তীরে
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে।

দেহ তরী ডুববে যখন জীবন নদীর তীরে
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে।

Like us on Facebook.....
-> Loading Time :0.0109 sec