Bidrohi Lyrics & Tabs by Towfique & Faisal Roddy
Bidrohi
guitar chords lyrics
সারা শরীর তার ঘামে ভেজা সাঝে সে ফেরে ঘরে,
ঋনী তুমি, আমি, আমরা শীত ও তাপ ঘরে,
শূণ্য গোলা তার ফলেনি ফসল তবু মুক্ত হাসি ঝরে,
যান্ত্রিক যাতাকলে পিষ্ট তুমি-আমি হাসি না ভয়ে।
তবু জীবনের ঈশারায় শুধু নেচে যাই-
হাসিহীন জীবনে আধারে হারাই,
তোমার আমার অদৃশ্য দেয়াল
শ্রেনীহীন সমাজের গান গেয়ে যাই।
ঘর্মাক্ত শরীর, মাথা ভরা বোঝা,
পরাজিত জীবনে ভোগ করে সে সাজা
সপ্নহীন, বর্ণহীন, জীবন তার ছন্দহীন, ঠিকানাবিহীন হাহাকারে গড়া।
শাষকে শোষিত তুমি, শোষোণে লালিত তুমি,
আঘাতে আঘাতে চূর্ণ প্রলয়ে ধংস তুমি,
অধিকার-সাধিকার, পরাধিন চিতকার-
মানবতার চরম লজ্জা করো সীয় সৎকার;
আঘাতে আঘাতে চূর্ণ প্রলয়ে ধংস তুমি,
অধিকার-সাধিকার, পরাধিন চিতকার-
মানবতার চরম লজ্জা করো সীয় সৎকার;
সংগ্রাম-বিপ্লব মহযজ্ঞের হুংকার,
মজুরের রক্ত প্রশ্নে নিজের ধিক্কার!
মিলগুলো সিলড কেন, কার দোষে দোষাব?
সংসদে বসে রাজা আর কত রোষানল?
যুদ্ধ দেখিনি তবু শুনেছি মুখে
বিপ্লব শিখিনি তবু যে রক্ত জলে
অনাচার অবিচার আর কত করবি কর
নিশ্চুপ নিরাবতা দেখে ভেবনা নির্বোধ!
লাল বিপ্লব হবে জনতার বিচার হবে
মিথ্যে জিহাদি হবে কালেরি কালিমা
অবাক পৃথিবী রবে তাকিয়ে তোদেরি দিকে
ঘৃণায় ফেরাবে মুখ বলবে রাজাকার!!