Amar Janala Lyrics & Tabs by Anjan Dutt

Amar Janala

guitar chords lyrics

Anjan Dutt

Album : Best of Anjan Dutt (Vol 2)PlayStop

আমার জানলা দিয়ে
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় |
একটু বর্ষা একটু গ্রীষ্ম একটুখানি শীত,

সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখি
আমার জানলা দিয়ে আমার পৃথিবী |
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ,
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়,
পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী |
সেই পৃথিবীতে বাঁচব বলেই যুদ্ধ করি রোজ |
একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ |
সেই পৃথিবীর নাম কোলকাতা কি ভারত জানি না,
তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি?
তুমি বলবে আমার
তুমি বলবে আমার বেনিয়া পুঁকুর, তোমার বেহালা |

তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি?
তুমি বলবে আমার
তুমি বলবে আমার বেনিয়া পুঁকুর, তোমার বেহালা |
তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা |
হয়ত কেরালার আঁকাশ এর একটু বেশি নীল,
তবু সেটাও কি নয় আমার পৃথিবী?
আমার জানলা দিয়ে যায়না দেখা ইসলামবাদ |
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ |
একটা হলদে শাড়ী শুকোচ্ছে আজ মজার রংটা নীল,
আজ পৃথিবীটা বড়ই রঙীন |
কেউ জানলা খুলে এলাবামায় বাংলা গান গায় |
কেউ পড়ছে কোরান বোসে তার জাপানি জানলায় |
কেউ জানলা খুলে এলাবামায় বাংলা গান গায় |
কেউ পড়ছে কোরান বোসে তার জাপানি জানলায় |
তুমি হিসেব করে বলতে পারো প্যরিসের সময়,
কিন্তু কার জানালায় কে কি দেখে হিসেব করা যায় কি বল?
মনের জানলা আছে,
মনের জানলা দিয়ে তুমি বেড়িয়ে পরতে পারো,
মক্সিকোতে বসে বাজানো যায় গিটার |
কোথায় তুমি টানবে বল দেশের সীমারেখা,
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী |
তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ,
জানলা জাতীয়তাবাদের পরওয়া করেনা |
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সেতো নিজেই জানেনা |
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী,
আর সন্ধ্যে বেলায় শোনায় জনি কোল্ড্রিন |
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী,
আর সন্ধ্যে বেলায় শুধু জনি কোল্ড্রিন |
গানের সুরে রেষা রেশি দেশা দেশী নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী

Like us on Facebook.....
-> Loading Time :0.0053 sec