Teer Bhanga Dheu Lyrics & Tabs by Manna Dey
Teer Bhanga Dheu
guitar chords lyrics
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ
নিকটের পানে চাহি দুর কাঁদে গো
অ দেখার বাঁশরী যে সুর সাধে গো
সব শেষে পল্লবে জাগে মর্মর।
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো ।
চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ
আলো আর আঁধারের খেলা চলে ঐ
অন্তরে ধু ধু করে শুধু বালু চর।
সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ
আলো আর আঁধারের খেলা চলে ঐ
অন্তরে ধু ধু করে শুধু বালু চর।
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।