Pouser Kachhakachhi Rod Makha Lyrics & Tabs by Manna Dey & Provas Dey

Pouser Kachhakachhi Rod Makha

guitar chords lyrics

Manna Dey & Provas Dey

Album : Chayanika - Adhunik Gaan Vol - 3PlayStop

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও...
ফিরে আর আসবে কি কখনও।

খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও...
তুমি আর হাসবে কি কখনও।
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও...
চোখে আর ভাসবে কি কখনও।
কাব্য কি কথা সে... ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দু'একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও
সে বাতাস বাঁশি কিগো বাজাবে

মায়াজাল বুনবো কি তখনও
দু'একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনও...
ভাল আর বাসবে কি কখনও।
পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও...
ফিরে আর আসবে কি কখনও।
ফিরে আর আসবে কি কখনও...।

Like us on Facebook.....
-> Loading Time :0.0074 sec