Phaka Frame Lyrics & Tabs by Anupam Roy

Phaka Frame

guitar chords lyrics

Anupam Roy

Album : Dwitiyo PurushPlayStop

ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি
নিয়ে এখন আমি কি করি,
এন্টেনায় আর অশ্বথের ডালে'

ঝুলে থাকি প্রত্যেক সকালে।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই,
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই।
দেড়'শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে,
এখন তুমি খুঁজতে এলে?
আজ দেড়'শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,

এখন তুমি খুঁজতে এলে?
আজ দেড়'শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুজতে এলে?
ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি
তোদের সাথে অন্য কথা বলি,
Miyazaki আর সত্যজিতে মাখা
Truffaut এর দিন আমার জন্য রাখা।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়ায়,
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজায়।
দেড়'শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে,
এখন তুমি খুঁজতে এলে?
আজ দেড়'শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি,
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুজতে এলে?

Like us on Facebook.....
-> Loading Time :0.0215 sec