Kandari Hushiyar Lyrics & Tabs by Artcell

Kandari Hushiyar

guitar chords lyrics

Artcell

Album : Rock 303PlayStop

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল,
ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
দুলিতেছে তরি, ফুলিতেছে জল,
ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি,
নিতে হবে তরী পার।

কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি,
নিতে হবে তরী পার।
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের
জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্
বলিদান।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের
জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্
বলিদান।
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের
করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল,
কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে,
যাত্রীরা হুশিয়ার!...আ... র
Lyrics Collected By
কায়সার জামী
[email protected]

Like us on Facebook.....
-> Loading Time :0.0055 sec