Dukkha Amake Dukkhi Kareni Lyrics & Tabs by Manna Dey
Dukkha Amake Dukkhi Kareni
guitar chords lyrics
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে
অনেক দিয়েছো সাজা।
তোমার নাঠ মন্দিরে যাত্রা আসরে
তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার
সত্যি ভেবে তা নিলে
তুমি সত্যি ভেবে তা নিলে...
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায় একটি গোলাপ তাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না
আসরের মাঝে পাঠালে আমায় একটি গোলাপ তাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে
অনেক দিয়েছ সাজা।
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা...
ও রানী সাহেবা বিদায় এবার।
আহা সেই দিন থেকে এ ফকির রোজ
শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার
রাজার বিরহ জ্বালা
আসল রাজার বিরহ জ্বালা
আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়...
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা...।
ও রানী সাহেবা বিদায় এবার...
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না ...
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে
অনেক দিয়েছ সাজা।
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা.।
ও রানী সাহেবা বিদায় এবার।