Dhushor Manchitro (E Kemon Sukh) Lyrics & Tabs by Warfaze

Dhushor Manchitro (E Kemon Sukh)

guitar chords lyrics

Warfaze

Album : Pathchala hard rock PlayStop

এ কেমন সুখ যখন দেখি ক্ষুধার্ত মুখ
এ কেমন স্বাধীনতা
যেখানে কোটি মানুষ শেখে অধীনতা

এ দেশ ভুল পথে বিক্রিত ভাঙ্গা হাতে লাঞ্ছিত
কৃষকের স্বপ্ন বিষন্ন বিবর্ণ
কালো কাচে ঢাকা এ শহর মত্ততা
কি বেদনাময় এ বিশ্বাসহীনতা হায়
এ কেমন জাতি যারা বিস্মৃত সেই স্মৃতি
এ কেমন রাজনীতি যারা ভোলায় সেই প্রতিশ্রুতি
মোরা অভিভূত হয়ে মাতি কবিতা উৎসবে
শিল্প-কালচার-নাটক ও সংগীতে
বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে
এখনও কাঁদে ক্ষুধার কোরাসে হায়
এ এক দুঃসময় যখন দেখি সারা পথ জুড়ে
নিত্য মৃত, জীর্ণ মানুষের দ্বীর্ঘশ্বাস উড়ে... বাতাসে

এখনও কাঁদে ক্ষুধার কোরাসে হায়
এ এক দুঃসময় যখন দেখি সারা পথ জুড়ে
নিত্য মৃত, জীর্ণ মানুষের দ্বীর্ঘশ্বাস উড়ে... বাতাসে
আর রাজপথ ভেঙ্গে ছুটে চলে নীল মাসিডিজ
উদ্যম বৈভবে গণতন্ত্র যার মাঝে বসে
চোখ মারে আর হাসে
এ কেমন জীবন দেখ ঘুমিয়ে ফুটপাতে কেমন
এ কেমন জীবন যাপন মোদের
প্রাণ নেই তবুও দিন যাপন
মোরা রুটির গন্ধ ভুলে অভিভূত ব্রেকফাষ্ট
নাটুকে প্রেম সাধারণ্যের সন্ত্রাস
কোথাও কাঁদছে দেখ সাঁঝের ভাটিয়ালী
ক্লান্ত বাউল ভাবে প্রেম বড় অবিচারী হায়

Like us on Facebook.....
-> Loading Time :0.0105 sec