Concluding Commentary Ustad Amjad Ali Khan (Original) Lyrics & Tabs by Ustad Amjad Ali Khan
Concluding Commentary Ustad Amjad Ali Khan (Original)
guitar chords lyrics
Crush on Classmate
Piran Khan
ক্লাসের ফাকে যখন দেখি তোমায়
জানি না মনটা যে কোথায় চলে যায়।
তুমি যখন পাশে এসে বসো
তোমার হাতে হাতটা রেখে
শুধু বলবো ভালোবাসি তোমায়
শুধু বলবো ভালোবাসি তোমায়
তুমি দূর থেকে কেন হাসো
আড়াল থেকে কাছে ডাকো
তুমি দূর থেকে কেন হাসো
আড়াল থেকে কাছে ডাকো
ক্লাসের ফাকে যখন দেখি তোমায়
সারাটি দিন সারা রাত্রি বেলা
তোমায় নিয়ে শুধু গল্প লেখা...
ক্লাসের ফাকে যখন দেখি তোমায়
সারাটি দিন সারা রাত্রি বেলা
তোমায় নিয়ে শুধু গল্প লেখা...
আনমনে তোমার কথা শুনে যাওয়া
তোমার চোখের কাজলের প্রেমে পরা
তুমি যখন পাশে এসে বসো
তোমার হাতে হাতটা রেখে
শুধু বলবো ভালোবাসি তোমায়
শুধু বলবো ভালোবাসি তোমায়
তুমি দূর থেকে কেন হাসো
আড়াল থেকে কাছে ডাকো
তুমি দূর থেকে কেন হাসো
আড়াল থেকে কাছে ডাকো
(তোমার চোখের কাজলের প্রেমে পরা)
... অবাক আহমেদ ...