Char Deyaler Madhye Nanan Drishyake Lyrics & Tabs by Manna Dey & Sudhin Dasgupta
Char Deyaler Madhye Nanan Drishyake
guitar chords lyrics
চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে...
চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে
আকাশ করে ছাঁদটাকে
বাড়াই যদি হাতটাকে
মুঠোয় ধরি দিনের সূর্য্য তারার রাতটাকে
আকাশ করে ছাঁদটাকে
বাড়াই যদি হাতটাকে
মুঠোয় ধরি দিনের সূর্য্য তারার রাতটাকে
বিশ্ব রূপের দৃশ্য দেখায়
চোখের অবিশ্বাস্যকে
চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে...।
কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে
চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে...।
কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে
কাব্য করে সঙ্গী খুঁজে মিলাই
সঙ্গহীণা, সর্বহীণা, মৃত্যুহীণার পাশে...
কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে
কাব্য করে সঙ্গী খুঁজে মিলাই
সঙ্গহীণা, সর্বহীণা, মৃত্যুহীণার পাশে...
আমার মনের দরজাতে
খিল দিয়ে মন আটকাতে
সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপ হাতে
আমার মনের দরজাতে
খিল দিয়ে মন আটকাতে
সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপ হাতে
কবে যে তার পড়বে মনে
আমার মতো নিঃসকে
চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে...
চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে ...।