Ami to Bujhi Na Lyrics & Tabs by Srikanto Acharya

Ami to Bujhi Na

guitar chords lyrics

Srikanto Acharya

Album : Ek Jhank Pakhi rabindra sangeet PlayStop

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা... কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন...

খুঁজে খুঁজে মরি মিছে
রাত নাকি দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন
আমি তো বুঝি না ঠিক
কবে বরষা কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন।
সবুজ ঘাসেও কি ভোরের শিশির
নাকি আলোহারা রজনীর রাখি নীড়
এসব যতই ভাবি তত দিশাহীন
চোখে চোখ রেখে আমি... দৃষ্টিবিহীন
আমি তো বুঝি না ঠিক
কবে বরষা কবে বসন্ত দিন

চোখে চোখ রেখে আমি... দৃষ্টিবিহীন
আমি তো বুঝি না ঠিক
কবে বরষা কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন
খেয়ালী বাতাস ডেকে যায়... রেখে যায়
চেনা চেনা আবাস
আমার তো পথ নেই পথের আমি
কিছু মিছে পিছু ডাকে... থমকে থামি
ফিরে এসে চোখ দেখি, সে আশাও ক্ষীণ
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন
আমি তো বুঝি না ঠিক
কবে বরষা কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন।
খুঁজে খুঁজে মরি মিছে
রাত নাকি দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন।
আমি তো বুঝি না ঠিক
কবে বরষা কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি, দৃষ্টিবিহীন।

Like us on Facebook.....
-> Loading Time :0.0091 sec